• সুনামগঞ্জ

    শাহ্ আব্দুল করিম এর বাড়ীতে কলকলিয়া জাতীয়তাবাদী পরিবার

      প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২১ , ৯:১৪:১৮ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ ২১শে পদক প্রাপ্ত লোক সংগীত সাধকশাহ্ আব্দুল করিম এর বাড়ীতে কলকলিয়া জাতীয়তাবাদী পরিবার ভ্রমণ করেছেন। পীর-মুর্শিদি,জারি -সারি, ভাটিয়ালি, ধামাইল ও বিরহ -বিচ্ছেদ সহ দেশ মাতৃকার অজস্র গানের জনক বিশ্বে সমাদৃত ২১শে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত লোক সংগীত সাধক সাধক শাহ্ আব্দুল করিম এর জন্মস্থান ওলি-আউলিয়া,বাউল শিল্পী আর জ্ঞানী – গুণীজনের উর্বর ভূমি হাওর কন্যা সুনামগঞ্জের দিরাই উপজেলাধীন তাড়ল ইউনিয়ন এর অন্তর্ভুক্ত উজানধল গ্রাম, প্রখ্যাত লোক সংগীত সাধক শাহ্ আব্দুল করিম স্মৃতি জাদুঘর ও তাঁর সমাধিস্থল আজ ৪ ঠা সেপ্টেম্বর রোজ শনিবার ভ্রমণ করেছেন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবার এর নেতৃবৃন্দ। এছাড়াও নৌকা ভ্রমণ এর মাধ্যমে জেলার দিরাই, শাল্লা, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন গ্রাম ও হাওর ভ্রমণ করেছেন নেতৃবৃন্দ। এই সময় উপস্থিত ছিলেন,জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ সভাপতি চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু,জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান,কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান,সাধারণ সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু,যুগ্ম সাধারণ হুমায়ুন কবির,সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান তুতি,বিএনপি নেতা আব্দুল হক,আব্দুস সালাম,এখলাছুর রহমান নিক্সন,আবুল হোসেন আকাশ,শানুর মিয়া,মিঠন মিয়া,উপজেলা যুবদল এর সাবেক সহ সাধারণ সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবির ফরীদি,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু,উপজেলা যুবদলের সদস্য রুকন আহমদ,যুবদল নেতা কামরুল হাসান লিটন মিয়া,জাহিদুর ইসলাম,নিজাম উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুক আহমেদ জিতু,জুনেদ আহমদ,সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ,ছাত্রদল নেতাফিরুজুল হক,আরমান,লাবিব,ইমরান,হাসনাত,ফাহিম,সজিব,রিমন,সুমন,সবুজইসলাম,সুমন,আলিমউদ্দিন,মাহবুব,দিলদার,নাঈম,হাবিব,মাহিম,সাইফুল ও ফয়ছল খাঁন প্রমুখ। লোক সংগীত সাধক শাহ্ আব্দুল করিম এর ছেলে শাহ নূরজালাল বিশেষ কাজে বাড়ীর বাইরে থাকায় তাঁর পক্ষ থেকে দুলাল মিয়া নামক এক যুবক জগন্নাথপুর থেকে আগত শাহ্ আব্দুল করিম ভক্তদের “প্রখ্যাত লোক সংগীত সাধক শাহ্ আবদুল করিম এর সমাধি, প্রখ্যাত লোক সংগীত সাধক শাহ্ আব্দুল করিম স্মৃতি জাদুঘর ” ও বাড়ী ঘুরে দেখিয়েছেন।

    আরও খবর

    Sponsered content