• আইন আদালত/সাজা

    যৌন হয়রানির ভিডিও ভাইরাল, আওয়ামী লীগ নেতা চিত্তরঞ্জনের বিরুদ্ধে মামলা

      প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২১ , ৯:৩৮:১৭ অনলাইন সংস্করণ

    যৌন হয়রানির ভিডিও ভাইরাল, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা - ছবি : নয়াদিগন্ত

    এক নারীকে যৌন হয়রানির ভিডিও ভাইরাল হওয়ার পর ঢাকা সবুজবাগ থানা আওয়ামী লীগের নেতা চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী ওই নারী শ্লীলতাহানির অভিযোগে মামলাটি করেছেন।

    পুলিশের সবুজবাগ জোনের সহকারী কমিশনার মনতোষ বিশ্বাস বলেন, ওই নারী গত শনিবার মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

    ওই নারী বলেন, টাকার বিষয়ে কথা বলার পর কাউন্সিলর তাকে পাশের রুমে যেতে বলেন। রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। সেখানে তিনি শ্লীলতাহানি করেন।

    এ বিষয়ে জানতে চাইলে চিত্তরঞ্জন দাস বলেন, ‘ওই সময় নাটকের রিহার্সাল দিচ্ছিলাম। নাটকের নাম ‘ঢাকার অসুখ ডাক্তার চাই’। নারীর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, মন্দিরের সম্পত্তি দখল নিয়ে তার শ্বশুরের সঙ্গে দীর্ঘদিন ধরে মামলা চলছে। সে কারণে তিনি এটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়েছেন।

    আরও খবর

    Sponsered content