• সংবাদ সম্মেলন

    মিথ্যা অভিযোগের প্রতিবাদে সুনামগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান মুকুটের সংবাদ সম্মেলন

      প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২১ , ১২:৩৭:১৬ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ আগামী ডিসেম্বরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি পদে এবং জানুয়ারীতে জেলা পরিষদ নির্বাচনে পূণরায় চেয়ারম্যান প্রার্থী হওয়ার সম্ভাবনার বিষয়টি দলের গুটিকয়েকজন সুবিধাবাদিরা মেনে নিতে না পারায় নুরুল হুদা মুকুটের ভাবমূর্তি বিনষ্ট করতে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব,সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের মল্লিকপুরস্থ জেলা পরিষদের হলরুমে সংবাদ সম্মেলন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট। নুুরুল হুদা মুকুট দাবী করেন আগামী ডিসেম্বরে জেলা আওয়ামীলীগের কাউন্সিলে আমি সভাপতি পদে এবং জানুয়ারীতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা শুনে দলের গুটিকয়েক জন সুবিধাবাদিরা যারা বিভিন্ন সময়ে আমাদের স্থানীয় উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রীর মনোনীত নৌকার প্রার্থীর বিরোধীতাকারীরা আমার জেলা পরিষদের বিগত ৫ বছরের উন্নয়ন কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে পরিষদের মোট ২১ জন সদস্যের মধ্যে ১০জনকে দিয়ে আমার মান সম্মানের হানি ঘটানোর জন্য এমন মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে দাবী করেন। তিনি বলেন,এই জেলা পরিষদের তহবিলে জেলাবাসীর উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচুর টাকা বরাদ্দ দিয়েছেন। এই বরাদ্দের টাকা দিয়ে তিনি পাচটি বছরে জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদ,মন্দির রাস্তাঘাট,শিক্ষার প্রসারে ভবণ নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হয়েছে যা আগের কোন জেলা পরিষদের চেয়ারম্যানগন করতে পারেননি। তিনি অসহায়,দুস্থ,পঙ্গু ব্যক্তিসহ এস এস সি, এইচ এস সি ও দাখিল পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এই পরিষদের মাধ্যমে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে সকল জেলা পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে এই উন্নয়নমূলক কর্মকান্ডগুলো পরিচালিত হলেও কেন পরিষদের সদস্যরা হঠাৎ করে, কি উদ্দেশ্যে,কার স্বার্থসিদ্বি হাসিলের উদ্দেশ্যে আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ দায়ের করলেন তা বোধগম্য নহে বলে তিনি জানান। তিনি আরো বলেন,যেকোন সমস্যা এই পরিষদে হয়ে থাকলে পরিষদের সদস্যরা আমি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমার সাথে বসে আলাপ আলোচনা করে কোথাও কোনপ্রকার ক্রুটি বিচ্যুতি থাকলে তা সমাধানের সুযোগ ছিল। কিন্তু তারা পরিষদের চেয়ারম্যান হিসেবে তার সাথে কোন আলাপ আলোচনা না করেই একটি চক্রধারা প্রভাবিত হয়ে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে য়ড়যন্ত্র করে আমাকে আগামী সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কাউন্সিলে সভাপতি পদে এবং জেলা পরিষদের চেয়ারম্যান পদে পূণরায় আমার প্রার্থী হওয়ার সম্ভাবনাকে ভুলুন্ঠিত করতেই আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করতেই এমন মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। আর মাত্র দুই মাস পরে কাউন্সিল ও জেলা পরিষদের নির্বাচন তাই নির্বাচনে যাতে করে আমি প্রার্থী হতে না পারি সেই লক্ষ্যেই এটি একটি নীচক যড়যন্ত্রের অংশ । এমন অভিযোগটিকে মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে তিনি আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সাংবাদিকদের বলেন এই জেলা পরিষদের সদস্য যারাই তার বিরুদ্ধে অভিযোগটি করেছেন তারা তাদের ভূল বুঝতে পেরে সবাই আবারো একত্রিত হয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে জেলা পরিষদের মাধ্যমে একসাথে কাজ করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামীলীগ নেতা ও ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস,শ্রম বিষয়ক সম্পাদক এড. আজাদুল ইসলাম রতন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর,জেলা পরিষদের সদস্য জুবায়ের পাশা হিমু ও হোসেন আলী প্রমুখ।

    আরও খবর

    Sponsered content