• আন্তর্জাতিক

    ভারতীয় মাটিতে আইএসআইএস যোদ্ধাদের পাঁচটি প্রশিক্ষণ শিবিরের প্রমাণ রয়েছে

      প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২১ , ৭:০৩:৪৭ অনলাইন সংস্করণ

    পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা রবিবার বলেছেন, তাদের কাছে ভারতীয় মাটিতে পরিচালিত দায়েশ যোদ্ধাদের পাঁচটি প্রশিক্ষণ শিবিরের প্রমাণ রয়েছে। ভারতের মদদে পরিচালিত কাশ্মীর, রাজস্থান এবং উত্তরাখণ্ডে দায়েশ প্রশিক্ষণ ক্যাম্পের কথা উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, কাশ্মীরে ভারতীয় সেনাদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের ৩৪৩২টি মামলা তারা দায়ের করেছেন। -আরব নিউজ

    ইসলামাবাদ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, ভারত জঙ্গি গোষ্ঠীগুলিকে পৃষ্ঠপোষকতা করে, যা ভারত অস্বীকার করে। কিন্তু পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. মুয়ীদ ইউসুফ এবং মানবাধিকার মন্ত্রী শিরীন মাজারি এক যৌথ সংবাদ সম্মেলনে রবিবার সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন। কর্মকর্তারা অডিও এবং ভিডিও ফুটেজ এবং জিপিএস ডেটা সহ একটি ১৩১ পৃষ্ঠার নথি উপস্থাপন করেন, যেখানে তারা ভারতীয় অর্থায়নে দায়েশ জঙ্গিদের পরিচালিত প্রশিক্ষণ শিবিরের অস্তিত্ব প্রমাণ করেছে। তারা কাশ্মীরে ভারতীয় সামরিক বাহিনীর দ্বারা সংঘটিত নৃশংসতারও মামলাগুলোও বিস্তারিত তুলে ধরেন।

    গত নভেম্বরে পররাষ্ট্রমন্ত্রী কুরেশি এবং সামরিক মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার আরেকটি প্রমাণপত্র উপস্থাপন করেন যাকে তারা “জাতিসংঘ কর্তৃক চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীসহ একাধিক সন্ত্রাসী সংগঠনে ভারতের আর্থিক ও বস্তুগত পৃষ্ঠপোষকতার অকাট্য প্রমাণ” বলে উল্লেখ করেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের হাতে নথিও হস্তান্তর করা হয়েছে।

    গতকাল রবিবার সংবাদ সম্মেলনের সময়, পাকিস্তানি কর্মকর্তারা আরও বলেন, তাদের কাছে ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচারবহির্ভূত হত্যার “শক্ত প্রমাণ” রয়েছে, যা ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ভুয়া এনকাউন্টার এবং মিথ্যা পতাকা অভিযানের মাধ্যমে সংঘটিত হয়েছে। কুরেশি বলেন, নতুন ডোজিয়ারে যুদ্ধাপরাধের ৩৪৩২টি মামলার বিবরণ রয়েছে, যেখানে ১,১৭৮ ভারতীয় সেনা জড়িত বলে প্রমাণিত হয়েছে।

    তিনি বলেন, আমরা আশা করি যে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যুদ্ধাপরাধের দায়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং অন্যান্যরা সুনির্দিষ্ট বৈশ্বিক মানবাধিকার অনুমোদন ব্যবস্থার অধীনে ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে।

    আরও খবর

    Sponsered content