• গ্রেফতার/আটক

    বিশ্বনাথের পলাতক আসামী “সুহেল” জগন্নাথপুরে গ্রেপ্তার

      প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২১ , ৭:০৬:৪১ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সাজাপ্রাপ্ত পলাতক আসামী বিশ্বনাথ এর সুহেল(২৬)কে জগন্নাথপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে । স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার অত্র থানার এসআই আফতাবুজ্জামান রিগ্যান এর নেতৃত্বে একদল পুলিশ ১৫ ই সেপ্টেম্বর দিবাগত রাত ৮ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেউনবাড়ী বাজারস্থ একটি বাসা থেকে আদালত কর্তৃক ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন এর অন্তর্ভুক্ত দোহাল গ্রাম নিবাসী মখলিছ মিয়ার ছেলে বর্তমানে বিশ্বনাথ উপজেলার নরশিংপুর গ্রাম নিবাসী সুহেল মিয়া(২৬) কে গ্রেপ্তার করেন। সে দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল।তাকে সিলেট জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই আফতাবুজ্জামান রিগ্যান বলেন,গ্রেপ্তারকৃত সুহেল মিয়া (২৬) দায়রা -৯২৮/১৮ নাম্বার মামলায় আদালত কর্তৃক ৬ মাসের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসামী। আজ ১৬ ই সেপ্টেম্বর তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। আদালত তাকে সিলেট জেল হাজতে প্রেরন করেছেন।

    আরও খবর

    Sponsered content