প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২১ , ৫:৪৮:০১ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে কেক কাটার মাধ্যমে শেখ হাসিনার শুভ জন্মদিন পালণ করেছেন সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দরা।২৮সেপ্টম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ পৌর শহরের জেলা জাতীয় শ্রমিক লীগের কার্যালয়ে জেলা শাখার সভাপতি মো: সেলিম আহমদ কেক কাটার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের রুপকার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালণ করেন। এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জাতীয় শ্রমিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো: সেলিম আহমদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশ আজ উন্নয়নের মাহাসড়কে পা রেখেছে। আজ আমাদের প্রিয় নেত্রীর ৭৫তম শুভ জন্মদিন। এই দিনে আমরা আমাদের প্রাণ প্রিয় নেত্রীর জন্য মহান আল্লাহর কাছে দোয় প্রার্থনা করি। তিনি আরও বলেন শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাচ্ছে । হাওর পারের মানুষেরা এখন উন্নয়নের ছোয়ায় শহরে রুপান্তরিত হচ্ছে। সবকিছু একমাত্র সম্ভব হচ্ছে জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের কারনে তিনি সকলের কাছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন এবং প্রধানমন্ত্রীকে শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা জানান নেতারা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি জুয়েল আহমদ, মহসিন আহমদ, আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হানিফ, রাসেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল বাশার অপু, বদরুল আলম, দপ্তর সম্পাদক শাহিন আহমদ, ক্রিয়া সম্পাদক উদয় রায়, পৌর কমিটির আহŸায়ক সালেক মিয়া, সদস্য সচিব মো: তৈয়বুর রহমান,যুগ্ম আহŸায়ক মাজেদ মিয়া, সাদিকুর রহমান সাদি, রেজাউল হোসেন, সদস্য শাহিন মিয়া, চয়ন দাস প্রমূখ।#
Notifications