• সুনামগঞ্জ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে সার্চের উদ্যোগে সুনামগঞ্জে গাছের চারা বিতরণ

      প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২১ , ১:০৪:৫৭ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে সার্চ মানবাধিকার সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী ও সার্চ মানবাধিকার সোসাইটি আর্ন্তজাতিক বিষয়ক পরিচালক মু, জয়নুল আবেদীন রোজ এর অর্থায়নে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পৌর বিপনী মার্কেটের সম্মুখে গাছের চারা বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক, এটিএন বাংলা টিভি’র জেলা প্রতিনিধি পংকজ কান্তি দে, বিশেষ অতিথি ছিলেন দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক, জাতীয় যুব শ্রমিকলীগের সভাপতি ও এসএটিভি’র জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, সার্চ মানবাধিকার সোসাইটির জেলা শাখার সভাপতি একে মিলন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি এম আবুল হোসেন শরীফ, সহ-সাধারন সম্পাদক তৈয়বুর রহমান রাজ, সহ-সাধারন সম্পাদক মো: বদরুজজামান বদরুল, জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল অপু, আনন্দটিভি জেলা প্রতিনিধি এমরান হোসেন, সকালের সময় জেলা প্রতিনিধি কেএম শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম আঙ্গুর, সার্চ মানবাধিকার সোসাইটির শ্রম বিষয়ক সম্পাদক তুষার আহমদ টিপু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জাতির জনকের কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বদরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। তাঁরই ৭৫তম জন্ম দিনে বৃক্ষের চারা বিতরণ করা মানে একেকটি চারা যতদিন বাচঁবে এবং ফল দিবে ততদিন জননেত্রী শেখ হাসিনাও মানুষের মাঝে বেচেঁ থাকবেন। প্রধানমন্ত্রীর এই জন্ম দিনের সার্চ মানবাধিকার সোসাইটির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানানো হয়।

    0Shares

    আরও খবর

    Sponsered content