• সারাদেশ

    নৌকা বাইছ প্রতিযোগিতা বিজয়ের ভোজন সন্ধ্যা

      প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২১ , ৩:১৭:১১ অনলাইন সংস্করণ

    মোহাম্মদ হারুন মিয়া, লন্ডন থেকে। ৫০ এক্টিভ ক্লাবের পক্ষ থেকে আয়োজিত নৌকা ফ্যাস্টিবল লন্ডন ২০২১ সালের বিজয়ী দিরাই উপজেলা টিমকে অভিনন্দন জানাতে; উইনিং সেলোব্রেশণ ডিনার পার্টির আয়োজন করেন সদ্য এম-বি-ই খেতাব প্রাপ্ত দিরাই উপজেলার কৃতি সন্তান জনাব জিল্লুর হোসেইন পিটারবাহস্থ উনার নিজ পিয়ার্ল হোটেলে। দিরাই টিম ম্যানেজার শাহীন মিয়ার পরিচালনায় এতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন:

    প্সিকার অফ টাওয়ার হেমলেট্স জনাব আহবাব হোসেইন, কাউন্সিলর অফ টাওয়ার হেমলেট্স ফারুক মাহফুজ আহমদ, সাবেক টাওয়ার হেমলেট্স কাউন্সিলর ছালিক আহমেদ, দৌলত খান বাবুল চেয়ারম্যান ৫০ এক্টিভ ক্লাব, সৈয়দ ছালিক আহমদ সাধারণ সম্পাদক 50 এক্টিভ ক্লাব, রাসিদ আলী নৌকা ফ্যাস্টিবল ইভেন্ট ডাইরেক্টর, আনফর আলী নৌকা ফ্যাস্টিবল কো-অর্ডিনেটর, সোনালি অতিথ ক্লাবের চেয়ারম্যান জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন গুলজার, মেছবা আহমেদ সি-ই-অ লন্ডন টাইগার, দিরাই উপজেলা স্পোর্টিং ক্লাবের সভাপতি বদরুল চৌধুরী , সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, দিরাই উপজেলা ফুটবল ম্যানেজার সফিকুল ইসলাম, হবিগঞ্জ ম্যানেজার নাসির আহমেদ, বিশ্বনাথ টিম ম্যানেজার ছোট মিয়া, ক্যাম্ব্রীজ স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান হোসেইন মিয়া দিরাই থানা ডেভেলপমেন্ট ওর্গেনাইজশন ইউকের সাধারণ সম্পাদক বিপ্লব সর্দার। এবং দিরাই উপজেলা টিমকে মেডল পরিয়ে অভিনন্দন জানান জনাব জিল্লুর হোসেইন এম বি ই। সাথে সাথে দিরাই উপজেলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জিল্লুর হোসেইন এম বি ই কে ক্রেস্ট প্রদান করেন সভাপতি বদরুল চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, ফুটবল ম্যানেজার সফিকুল ইসলাম, ট্রেজার আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মামুন সরদার এবং ক্যাম্ব্রীজ স্পোর্টিং ফুটবল ক্লাবের পক্ষ থেকে ক্লাবের ভাইস চেয়ারম্যান আব্দুল হান্নান, সাবেক সহসভাপতি আব্দুল রহিম ও সদস্য সাঈদ আক্তার উজ্জামান- সদ্য এম-বি-ই খেতাব পাওয়ায় জনাব জিল্লুর হোসেইনকে অভিনন্দন ক্রেস্ট প্রদান করা হয়। এতে দিরাই সহ সিলেট বিভাগের প্রায় সব উপজেলার অতিথিদের উপস্থিতে অনুষ্ঠানটি হয়ে উঠে প্রাণবন্ত।

    আরও খবর

    Sponsered content