প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২১ , ১:৩০:১২ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদিঃ দোয়ারা বাজার উপজেলার পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিম (৭৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিম (৭৫) মরনব্যাধী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দি আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ৩০ শে সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেছেন ( ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে অসংখ্য আত্মীয়- স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।