• মানববন্ধন

    দিরাই শাল্লায় সড়ক নির্মাণ ও মদনপুরে রেলস্টেশন স্থাপনের দাবিতে পরিকল্পনা মন্ত্রীর কাছে স্মারক লিপি

      প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২১ , ১:২৪:৫২ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার সংযোগ সড়ক নির্মাণ সহ উপজেলা সদরের সাথে প্রতিটি ইউনিয়ন সমুহের সংযোগ সড়ক স্থাপন এবং পাকা করণ সহ আলোচিত প্রস্তাবিত ছাতক সুনামগঞ্জ রেললাইন এর মদনপুর পয়েন্ট (দিরাই’র রাস্তার মুখ) এ স্টেশন নির্মাণের দাবিতে আজ সকালে সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ ও মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়ের কাছে স্মারক লিপি দিয়েছেন দিরাই শাল্লা উন্নয়ন ও মদনপুর পয়েন্ট এ রেলস্টেশন বাস্তবায়ন পরিষদ।
    পরিকল্পনা মন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত হিজল করচ বাসভবনে দেখা করে সংগঠনের আহ্বায়ক জামিল চৌধুরীর নেতৃত্বে এই স্মারক লিপি দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী আশিক মিয়া, জাসদ দিরাই উপজেলা সেক্রেটারী মোঃ আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ ফি-মেইল একাডেমির প্রিন্সিপ্যাল নাজমা বেগম, মজলিশপুর মহিলার মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা গিয়াস উদ্দিন, শাল্লা উপজেলা জাতীয় পার্টির সভাপতি দুলদুল চৌধুরী, গনতান্ত্রিক পার্টির নেতা গোলজার আহমেদ, রাড়ইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন চৌধুরী, সামাজিক ব্যক্তিত্ব ও সৌদি প্রবাসী মাহমুদ চৌধুরী, শরীফ উদ্দিন, তরুণ সমাজ সেবক ইমদাদ সর্দার ও তরুণ সমাজ সেবক এনাম চৌধুরী প্রমূখ।
    এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবী, বাংলাদেশ ফি-মেইল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিলেটের অন্যতম বৃহত এনজিও গ্রামীন জনকল্যাণ পরিষদের সভাপতি ও বাস্তবায়ন পরিষদের আহ্ববায়ক জামিল চৌধুরী।
    স্মারক লিপি প্রদান করে দৈনিক ভাটি বাংলা ডটকম কে জামিল চৌধুরী বলেন- দিরাই শাল্লা উপজেলার জনগনের কল্যাণে ও উন্নয়নে,বিভিন্ন দাবী আদায় এর লক্ষ্যে বিশেষ করে- শাল্লা দিরাই রাস্তা পাকাকরণ, দিরাই বাস-স্টেশন স্থানান্তর, দিরাই মদনপুর রাস্তার পাশে রেললাইন ও মদনপুরে স্টেশন করার দাবী নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বরাবরে দরখাস্ত করেছি,মাধ্যমে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়,জনাব এম এ মান্নান এমপি সাহেবের সাথে দেখা করে প্রয়োজনীয় কাগজপত্র সহ সম্পুর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করতে দিরাই শাল্লা এলাকার জনগণের পক্ষ থেকে,মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে দিতে গেলে তিনি অত্যন্ত আগ্রহ নিয়ে আমাদেরকে অভ্যর্থনা জানান ও গুরুত্বপূর্ণ সহকারে তা শুনেন এবং এবিষয় গুলো যথারীতি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ডিপার্টমেন্টে দিয়ে,সাথে সাথেই মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয় তাহার পিএস এর মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, আমরা আশাবাদি হয়েছি সর্বস্তরের জনগনের পক্ষে আমরা ৫১ জনের একটি দল শাল্লা দিরাই উপজেলা বাসীর পক্ষে গিয়ে দেখা করেছি, আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী দিরাই শাল্লার উন্নয়নে মন্ত্রী মহোদয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
    জাসদ দিরাই উপজেলা সেক্রেটারী মোঃ আমিনুল ইসলাম আমিন বলেন স্বাধীনতার ৫০ বছর পরও দিরাই শাল্লার হতভাগ্য জনগন নূন্যতম উন্নয়ন পায়নি যার জ্বলন্ত প্রমাণ এখনো শাল্লা উপজেলা থেকে দিরাই উপজেলার সাথে সঙ্গযোগ সড়ক নির্মাণ না হওয়া, আর উপজেলা সদরের সাথে সড়ক নির্মাণতো কল্পনা বিলাস। স্থানীয় জনপ্রতিনিধিরা কাঙ্খীত উন্নয়নে ব্যার্থ হওয়ায় সুনামগঞ্জের উন্নয়নের রুপকার মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়ের কাছে আমরা দিরাই শাল্লাবাসীর পক্ষে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তনায়নের জন্য দাবি জানিয়ে এসেছি।

    আরও খবর

    Sponsered content