• লিড

    দিরাইয়ে মহিলা মাদরাসায় লন্ডন প্রবাসী হারুন মিয়া’র খাবার বিতরণ

      প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২১ , ২:০৫:৩৪ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। দিরাই পৌর সদরে মজলিশপুরে অবস্থিত ফাতেমাতুছ যাহরা মহিলা মাদরাসার শতাধিক এতিম ছাত্রীদের মধ্যে সিলেটের সমাচারের চেয়ারম্যান লন্ডন প্রবাসী হারুন মিয়া’র সহায়তায় খাবার বিতরণ করা হয়েছে।
    আজ দুপুর ২ টায় মাদরাসার ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রকারের খাবার বিতরণ করেন লন্ডন প্রবাসী হারুন মিয়া’র ভগ্নিপতি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মহিবুর রহমান।
    এসময় মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা গিয়াস উদ্দিন সহ সকল শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
    মাদরাসার মুহতামিম মাওলানা গিয়াস উদ্দিন খাবার বিতরণের প্রাক্কালে বলেন- দুনিয়ার মধ্যে সর্ব উত্তম লোক ওরাই যারা কোরআন শিক্ষাদেন এবং যারা শিক্ষা গ্রহন করেন। আর যারা তালেবে ইলেমদের সহযোগীতা করেন তারা নিশ্চয় আল্লাহ নিকট হইতে উত্তম প্রতিদান পাবেন। আমরা পরিশেষে লন্ডন প্রবাসী হারুন মিয়াকে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ তে মোবারকবাদ জানাই। আল্লাহ উনার জিন্দা মুর্দা সবাইকে মাফ করুন।

    আরও খবর

    Sponsered content