প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২১ , ৩:২৯:২০ অনলাইন সংস্করণ
সজিব রশিদ চৌধুরীঃ সুনামগঞ্জের দিরাইয়ে নায়লা বেগম স্মৃতি গণপাঠাগারের চিত্রাঙ্কন প্রতিযোগীতা আজ শুক্রবার পাঠাগারে সকাল ১০টায় অনুষ্ঠিত। এতে দিরাই উচ্চ বিদ্যালয়, দিরাই সরকারী বালিকা বিদ্যালয় এবং প্রবাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। অদ্য বিকাল ৪ টায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন দেবেশ দাস দীপ্ত, দিরাই উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অর্জন করেছেন রাজন দাস, দিরাই উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান অর্জন করেন আবৃত্তি আর্যশ্রী, দিরাই সরকারি বালিকা বিদ্যালয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপেশ চন্দ্র দাস, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক, মুজিবুর রহমান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, বিপেন চন্দ্র দাস, প্রাথমিক শিক্ষক, সুবীর চন্দ্র দাস, তরুন সমাজসেবক, জাহেদ মিয়া, তরুন সমাজসেবক, দিদার রহমান, সমন্বয়ক অত্র পাঠাগার এবং মোঃ ফারহানুল হক, প্রতিষ্ঠাতা অত্র পাঠাগার। অতিথিরা উপস্থিত ছাত্র ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশে দিক নির্দেশনা প্রদান করেন।