• জাতীয়

    তালেবানের নীতি ও আচরণের ওপর নির্ভর করবে বাংলাদেশের স্বীকৃতি

      প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২১ , ৭:৩৮:৪৯ অনলাইন সংস্করণ

    পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ছবি সংগৃহীত

    ভাটি বাংলা ডেস্কঃ লন্ডনে বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, তালেবানের নীতি এবং আচরণের ওপর নির্ভর করবে বাংলাদেশ তাদের স্বীকৃতি দেবে কিনা।

    আফগানিস্তান ছাড়াও মি মোমেন ঢাকা-দিল্লি সম্পর্ক, কোভিডের কারণে বাংলাদেশ থেকে ব্রিটেনে ভ্রমণে অসুবিধা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে স্থবিরতা নিয়ে বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন।

    সীমান্তে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা নিয়ে হতাশা প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সীমান্তে হত্যা ‘বাংলাদেশের জন্য দুঃখের, ভারতের জন্য লজ্জার’।

    এছাড়া, রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যর্থতা স্বীকার করে মি. মোমেন বলেন, “এটা সত্যি যে গত চার বছরে একজন রোহিঙ্গাও ফিরে যায়নি।” এর জন্য তিনি মিয়ানমারের ওপর আন্তর্জাতিক কোনো চাপ না থাকাকেই প্রধানত দায়ী করেন।

    আরও খবর

    Sponsered content