• নির্বাচন

    তজুমদ্দিনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনঃ তিন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

      প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২১ , ৬:২৩:১৬ অনলাইন সংস্করণ

    এম নয়ন ,তজুমদ্দিন(ভোলা) প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনের শুন্য হওয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদের নির্বাচনে তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৩ সেপ্টেম্বর শেষ দিনে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলা উদ্দিন আল মামুন’র কার্যালয়ে তিন প্রার্থি নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, শেষ দিন দুপুর ২ টায় মনোনয়ন জমা দেন শম্ভুপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাবুল বলাই’র সহ-ধর্মিনী ও উপজেলা যুব মহিলালীগের সহ-সভাপতি হনুফা বেগম রুপা, বেলা ৩ টায় দেন শম্ভুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সদস্য আইনজীবী শাবাবুদ্দিন গাজীর স্ত্রী উপজেলা যুব মহিলালীগের সভানেত্রী কহিনুর বেগম শিলা এবং বিকেল সাড়ে ৪ টায় মনোনযন দাখিল করেন চাঁদপুর ইউনিয়নের শায়েস্তা কান্দি (৯নং ওয়ার্ড)’র নোমান পাটওয়ারীর স্ত্রী ফাতেমা বেগম। উল্লেখ্য, জেলার তজুমদ্দিন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা আলম সাজু পদত্যাগ করে ইউপি নির্বাচনে অংশ নেন। সে কারনে আসনটি শূণ্য ঘোষনা করে উপ-নির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন। আগামী ৭ অক্টোবর নির্বাচনের লক্ষ্যে এ তিন নারী প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। ‘ ছবি : তজুমদ্দিনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিরা মনোনয়নপত্র দাখিল করছেন

    আরও খবর

    Sponsered content