প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২১ , ১১:৩৮:৩১ অনলাইন সংস্করণ
মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁও সুগার মিলের আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার মিলগেইটের পশ্চিম সাবজোনের হরিনারায়নপুরের আখচাষী আনোয়ার হোসেনের ক্ষেতে রোপা পদ্ধতিতে আখচাষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াৎ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় আখচাষী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াৎ হোসেন, পিডিএম ঢাকার মহা ব্যবস্থাপক আখলাছুর রহমান, ঠাকুরগাঁও চিনিকলের মহাবব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান, মহাবব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, কেন্দ্রীয় আখচাষী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এনায়েত আলী উলুব্বী প্রমুখ।
এ সময় সুগারমিলের জোন এলাকায় একযোগে ৪৮টি কেন্দ্রের ৭৬টি ইউনিটে ২০২১-২২ মৌসুমের আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মিল ব্যবস্থাপনা সূত্রে জানা যায়, এবার ৭ হাজার একর জমিতে আখরোপণ করে ৮০ হাজার মেট্রিক টন আখ সরবরাহের লক্ষ্যমাত্রা রয়েছে। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৭৫০ মেঃটন।