• করোনা ভাইরাস নিউজ

    ঠাকুরগাঁওয়ে ১৩ শিক্ষার্থী ও ৬ শিক্ষক করোনায় আক্রান্ত

      প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২১ , ১০:৫০:১২ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব॥ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারের ১৩ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও সদর উপজেলার ভিন্ন ভিন্ন বিদ্যালয়ের মোট ৬ জন শিক্ষক আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

    শুক্রবার(২৪ সেপ্টেম্বর) রাতে আক্রান্ত হওয়ার বিয়ষটি নিশ্চিত করেছেন সরকারি শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক মোছা. রিক্তা বানু।

    তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া এক জন ছাত্রী জ্বর-সর্দিতে আক্রান্ত হয়। এরপর পর্যায়ক্রমে আরও অনেকের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ৮ জন, মাধ্যমিকের ৫ জন ছাত্রী জ্বর-সর্দিতে আক্রান্ত হয়। গত সোমবার থেকে বুধবার পর্যন্ত শিশু পরিবারের ২৫ জন ছাত্রীর নমুনা পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দেওয়া হয়। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ৮ জনসহ মোট ১৩ জন ছাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত সবাই তাদের শিশু পরিবারের সদস্য।

    আক্রান্তদেও বিষয়ে তিনি বলেন,“আক্রান্ত ১৩ জন ছাত্রীকে আমরা আলাদাভাবে রেখেছি। তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা ভালো আছে।”

    ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মমতাজ ফেরদৌস লিনা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন মাধ্যমিকে ৫ জন সহ মোট ১৩ ছাত্রী করোনায় আক্রান্ত হয়েছে। তারা সকলেই সরকারি শিশু পরিবারের সদস্য। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। এছাড়া সদর উপজেলায় আরো ৬ জন শিক্ষক করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।

    ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল আলম চয়ন বলেন, সরকারি শিশু পরিবার বালিকার করোনায় আক্রান্ত ১৩ জন ছাত্রীকে আলাদাভাবে আইসোলেশনে রাখা হয়েছে। এর পাশাপাশি তাদের শারীরিক অবস্থা পর্যক্ষেণ করা হচ্ছে। তারা বর্তমানে সুস্থ আছে।

    ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুব আলম জানান, সরকারি শিশু পরিবারের ১৩ শিক্ষার্থী আক্রান্তের খবর পাওয়ার পর বিয়ষটি গুরুত্বসহকারে কর্তৃপক্ষ দেখছে। এছাড়া আক্রান্ত শিক্ষকদের আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content