• লিড

    ঠাকুরগাঁওয়ে সড়কের ধারে যুবকের গলাকাটা লাশ

      প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২১ , ১:১৯:১৯ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব॥ ঠাকুরগাঁওয়ে দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের ধারে এনামুল হক (৩৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার সকালে সদর উপজেলা নারগুণ ইউনিয়নের ছোট খোঁচাবাডী তেঁতুলতলা নামক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত এনামুল হক দিনাজপুর জেলার চিরির বন্দর আন্ধারমুয়া হাগুড়াপাড়া গ্রামের আতিবুর রহমানের ছেলে বলে তথ্য পাওয়া গেছে। ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, সকালে স্থানীয়রা ঘটনাস্থলের পাশের ডোবায় শাপলা ফুল তুলতে গেলে মৃতদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ সুপার আরো জানান, এটি একটি হত্যাকান্ড। এর সাথে যারাই জড়িত থাকুক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

    আরও খবর

    Sponsered content