• সভা/সেমিনার

    ঠাকুরগাঁওয়ে তথ্য অধিকার নিয়ে সুজন এর আলোচনা সভা

      প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২১ , ৪:২০:৩২ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব॥ “তথ্য অধিকার সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতি নিশ্চিত করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে সংশ্লিষ্ট বিষয়ের ওপরে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সরকারি ও বেসরকারি সকল কাজের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করনের লক্ষে সুজন( সুশাসনের জন্য নাগরিক) এর আয়োজনে বুধবার দুপুরে জেলা পরিষদ হল রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।

    সভার শুরুতে তথ্য অধিকার আইন বিষয়ক ধারণা পত্র উপস্থাপন করেন সাংবাদিক শাহ মো.নাজমুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা, সুজন সভাপতি অধ্যাপক মনতোষ কুমার দে প্রমুখ। এয়াড়াও সভায় নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদ কর্মী গন উপস্থিত ছিলেন।

    এসময় বক্তারা বলেন, সঠিক তথ্য পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার আর এই আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দেশের উন্নয়ন, অগ্রগতি ও সুনাগরিক তৈরিতে ভুমিকা রাখবে। এর মাধ্যমে সরকারের যে কোন দপ্তরের যেকোন তথ্য যথাযথভাবে সংরক্ষিত থাকবে এবং যেকোন নাগরিক সে তথ্য নিতে পারবেন।

    আরও খবর

    Sponsered content