• আন্তর্জাতিক

    জাতিসংঘে দাঁড়িয়ে তালেবানের পক্ষে কাতারের জোরালো বক্তব্য

      প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২১ , ৩:২৬:৪৫ অনলাইন সংস্করণ

    ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ছবি: এএফপি

    আফগানিস্তানের জনগণের মানবিক প্রয়োজন পূরণের পাশাপাশি মানবাধিকার রক্ষা, জঙ্গিবাদ দমন ও রাজনৈতিক সমাধানের মাধ্যমে দেশটিতে শান্তি-স্থিতিশীলতা আনার পক্ষে কাতারের দৃঢ় অবস্থানের কথা জাতিসংঘে দেওয়া বক্তৃতায় তুলে ধরেন তামিম বিন হামাদ।

    কাতারের আমির বলেন, ২০ বছরের চেষ্টা ও বিপুল অর্থ ব্যয়ের পরও আফগানিস্তানে বিপর্যয় ঘটেছে। দেশটিতে কোনো রাজনৈতিক কাঠামো দাঁড় করানো যায়নি। তাই এখন তালেবানদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন।

    তামিম বিন হামাদ আরও বলেন, তালেবানকে বয়কট করার পরিণামে বিভেদ-বিভক্তি বাড়বে। কেবল আলোচনাই ইতিবাচক ফলাফল দিতে পারে বলে তিনি উল্লেখ করেন।

    কাতারের আমির তাঁর বক্তৃতায় সিরিয়া ও লিবিয়া প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, সিরিয়ায় বিস্তার ঘটা জঙ্গিবাদ মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। সিরিয়ার জনগণের দুর্দশাকে অবজ্ঞা না করার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

    আফগানিস্তানে সম্প্রতি গঠিত তালেবান সরকার এখন পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পায়নি। তারা এখনো আফগানিস্তানের সর্বত্র নিয়ন্ত্রণ পাকাপোক্ত করার কাজ করছে। তবে তালেবান সরকারের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া জরুরি হয়ে উঠেছে।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন আগেই বলেছেন, তালেবান কী বলছে, সেটি মুখ্য নয়। তালেবান কী করছে, তার ওপরই তাদের সঙ্গে সম্পর্কের বিষয়টি নির্ভর করবে।

    আরও খবর

    Sponsered content