প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২১ , ৯:০৭:৪০ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ভাষণ প্রদানের স্থানে বঙ্গবন্ধুর তর্জনি ওঠানোর একটি ভাষ্কর্য স্থাপনেরও নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ২০ নভেম্বর এ বিষয়ে রিট করেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. বশির আহমেদ। প্রাথমিক শুনানি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণের স্থানে মঞ্চ পুনঃনির্মাণ করে সেখানে তার ভাষ্কর্য এবং ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করেন।
সংস্কৃতি মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর ভাষণের ঐতিহ্য রক্ষায় সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় উপরোক্ত আদেশ দেন আদালত।