• সুনামগঞ্জ

    জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত পাবলিক বাথরুম এর চাবি হস্তান্তর

      প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২১ , ৭:০১:০৭ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ১০ লাখ টাকা ব্যায় সাপেক্ষে নবনির্মিত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাবলিক গোসলখানা,টয়লেট ও প্রস্রাবখানার চাবি হস্তান্তর করেছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আব্দুর রব সরকার। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও রোগীদের সাথে আসা জনসাধারণের সুবিধার্থে জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ১০ লাখ টাকা ব্যয় সাপেক্ষে পাবলিক গোসলখানা ২টি,টয়লেট ২টি ও প্রস্রাবখানা ২ টি নির্মাণ করা হয়েছে। নবনির্মিত এই গোসলখানা, টয়লেট ও প্রস্রাবখানার চাবি ২ রা সেপ্টেম্বর জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর এর নিকট হস্তান্তর করেছেন জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আব্দুর রব সরকার। এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌর সভার মেয়র মোঃ আক্তারুজ্জামান আক্তার, জগন্নাথপুর পৌর সভার ভারপ্রাপ্ত সচিব সতীশ গোস্বামী, জগন্নাথপুর পৌর সভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, জগন্নাথপুর পৌর সভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলাল হোসেন ও সমাজকর্মী আলী হোসেন প্রমূখ।

    আরও খবর

    Sponsered content