প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২১ , ৫:৫৭:৪৯ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর কলকলিয়া বাজারে থানা পুলিশ এর আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ” আপনার পুলিশ আপনার পাশে,তত্ত্ব দিন সেবা নিন, বাড়ি বাড়ি বিট পুলিশ নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে মাদক, জোয়া,জঙ্গী, বাল্য বিবাহ ও নারী নির্যাতন সহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ১নং কলকলিয়া ইউনিয়ন বিট পুলিশিং এর আয়োজনে ১৯ শে সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল ৪ ঘটিকার দিকে স্থানীয় কলকলিয়া বাজারস্থ ডায়মন্ড সেন্টার প্রাঙ্গণে কলকলিয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ হারুন মিয়ার সভাপতিত্বে ও ১নং কলকলিয়া ইউনিয়ন বিট অফিসার জগন্নাথপুর থানার এসআই মোঃ আব্দুস ছত্তার এর পরিচালনায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।এবং প্রজেক্টের এর মাধ্যমে পুলিশে নিয়োগ এর নিয়মাবলি দেখানো হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তরুণ সমাজ সেবক কলকলিয়া বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোঃ তারা মিয়া ও তরুণ সংগঠক ছাত্র নেতা জুবায়ের আহমদ। এসময় উপস্থিত ছিলেন,কলকলিয়া বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, হাজী মোঃ সমছু মিয়া, আব্দুল আলীম চৌধুরী, ডাঃ মিজানুর রহমান, মোঃ জাকির হোসেন তারা মিয়া, জিতেন্দ্র দেব নাথ, রঞ্জিত বৈদ্য, অলিউর রহমান, তুরন মিয়া, তাজির আলী,সাইফুল ইসলাম, লিলু মিয়া, আহমদ আলী ও জগন্নাথপুর থানার এএসআই ফখরুদ্দিন সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।