প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২১ , ৮:৪৬:৩১ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ প্রবাসে বসবাসরত বাংলাদেশীদের সংগঠন ” কলকলিয়া সমাজ কল্যাণ সংস্থা ” এর পক্ষ থেকে হত-দরিদ্র পরিবারের সন্তান রোগাক্রান্ত শিশু জিহাদ (৯) এর চিকিৎসার্থে নগদ অর্থ প্রদান করা হয়েছে। উন্নত বিশ্বের অন্যতম দেশ স্পেন এর বার্সেলোনায় বসবাসরত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন কলকলিয়া ইউনিয়ন এর বাসিন্দা তরুণ সমাজসেবীদের হাতে গড়া আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ” কলকলিয়া সমাজ কল্যাণ সংস্থা ” এর সদস্যরা সংগঠন এর প্রতিষ্ঠালগ্ন ২০১৯ সাল থেকে দুস্থ সহায় সম্বলহীন হতদরিদ্র মানুষকে বিভিন্ন ভাবে সার্বিক সহযোগিতা করে আসছেন। এরই ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঘিপুড়া গ্রাম নিবাসী আব্দুল আলীম এর ছেলে রোগাক্রান্ত শিশু জিহাদ ইসলাম এর চিকিৎসার্থে “ কলকলিয়া সমাজ কল্যাণ সংস্থা ” কর্তৃক সহায়তার নগদ ১০ হাজার টাকা কলকলিয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ হারুন মিয়া ৮ ই সেপ্টেম্বর বিকালে রোগাক্রান্ত শিশু মোঃ জিহাদ ইসলাম এর হাতে তুলে দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার মির্জা আব্দুল লতিফ, সাদিপুর গ্রাম নিবাসী বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোক্তার হোসেন, মোঃ সাব্বির আহমদ ছপীর, মোঃ জহিরুল ইসলাম লেবু ও মোঃ মোজাম্মেল হক প্রমূখ। স্পেন প্রবাসী কলকলিয়া সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ আব্দুল গনি এনাম ও উপদেষ্টা সচিব মোঃ জুলফিকার আলী ও উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য মির্জা সালাম বলেন, আমাদের সংগঠন এর সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা -সাংস্কৃতি সহ দুস্ত সহায় সম্বলহীন হতদরিদ্র মানুষকে বিভিন্ন ভাবে সার্বিক সহযোগিতা করে আসছি।অদূর ভবিষ্যতেও এরকম কার্যক্রম চালিয়ে যাওয়ার সংকল্প রয়েছে। আমরা কলকলিয়া সমাজ কল্যাণ সংস্থার উত্তোরত সাফল্য কামনায় সকলের দোয়া কামনা করছি।