• রাজনীতি

    কোন অপশক্তিই শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবেনা- কেন্দুয়ায় অসীম কুমার উকিল

      প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২১ , ৭:৩৩:২৪ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নেত্রকোণা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল শুক্রবার (২৪ সসেপ্টেম্বর) নেত্রকোণার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বিভিন্ন সভায় দলীয় নেতা কর্মিদের সঙ্গে নিয়ে প্রধান অতিথির বক্তব্যেয় বলেন- জননেত্রী শেখ হাসিনা বিশ্ব রাজনীতিতে বিশেষ অবদান রেখে চলেছেন। তিনি জাতিসংঘে সম্মাননা পেয়েছেন। প্রধানমন্ত্রী এই সম্মাননা বাংলার মানুষকে দিয়ে দিয়েছেন। সামরিকশাসক, স্বৈরশাসক, জঙ্গিবাদ এবং কোন অপ শক্তি শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত পারেনি। জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে নিরলষভাবে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। তাঁর উন্নয়নের ধারা কেউ রোধ করতে পারবেনা। তিনি ভুঁইয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূইঁয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ভূইঁয়াসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সর্বস্তরের জনগণ ও সাংবাদিকগণ।

    আরও খবর

    Sponsered content