• সভা/সেমিনার

    কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধে ইয়ুথ ফ্রন্ট এর উদ্যোগে জগন্নাথপুরে মতবিনিময় সভা

      প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২১ , ৬:৪৫:৩৬ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধে অরাজনৈতিক সংগঠন ইয়ূথ ফ্রন্ট সিলেট এর উদ্যোগে জগন্নাথপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অরাজনৈতিক গবেষণা মূলক সংগঠন ইয়ূথ ফ্রন্ট সিলেট এর উদ্যোগে কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধ সহ বিভিন্ন নদ-নদী খনন করে নদীর তীরবর্তী জনপদ সুরক্ষিত রাখতে করনীয় বিষয়ে ২০ শে সেপ্টেম্বর রোজ সোমবার বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জালালপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী তরফিক উল্লার সভাপতিত্বে ও ইয়ুথ ফ্রন্ট সিলেট এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহ এস এম ফরিদ এর পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন কর্ম পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ইয়ুথ ফ্রন্ট সিলেট এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম খসরু। এসময় ইয়ুথ ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক এবাদুর রাহমান, আন্তর্জাতিক সম্পাদক আশিকুর রহমান, জালালপুর গ্রামের মাস্টার আবদুল হক, আশরাফ আলী, আতিক উল্লাহ ও আব্দুস শহীদ সহ যুবসমাজের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content