প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২১ , ৪:০৫:২৭ অনলাইন সংস্করণ
আফগানিস্তানে নতুন সরকার গঠনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে তালেবান। শুক্রবার জুমার নামাজের পর নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হবে বলে তালেবানের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে, মন্ত্রিসভায় কোনো নারীর স্থান পাবেন না বলে তালেবানের জ্যেষ্ঠ নেতা শের মুহাম্মদ আব্বাস স্তানিকজাই বিবিসিকে জানিয়েছেন। এর প্রতিবাদে হেরাতের রাস্তায় বিক্ষোভ করেছেন প্রায় ৫০ জনের মতো নারী। এ সময় তারা শিক্ষা, কাজ করার অধিকার ও নিরাপত্তার দাবিতে সোচ্চার হন।
মানবাধিকার রক্ষা ও ইসলামি শরিয়া অনুযায়ী নারীদের স্বাধীনতা নিশ্চিত করেই তালেবান একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে সব সরকারি কর্মীদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে তালেবান। সংগঠনটির তরফ থেকে ঘোষণা করা হয়েছে সাধারণ ক্ষমা।
এদিকে, দেশটিতে খাদ্যের দাম অন্তত ৫০ শতাংশ বেড়ে গেছে বলে জানা গেছে। খাদ্যের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে তীব্র খাদ্য সংকট হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তা বন্ধ রয়েছে। সরকারি চাকরিজীবীরা বেতন পাননি বলেও গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
তাই যুদ্ধবিধ্বস্ত দেশটির এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করা নতুন তালেবান সরকারের জন্য বেশ কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে।