• অনিয়ম / দুর্নীতি

    অবৈধভাবে বালু উত্তোলনঃ দোয়ারাবাজারে ৩লক্ষ টাকা জরিমানা

      প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২১ , ৩:১৬:০৪ অনলাইন সংস্করণ

    এম এ মোতালিব ভুঁইয়া: অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় তিন’জনকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অবৈধ ড্রেজার মেশিন ও নৌকা জব্দ করা হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর ) দিনব্যাপী উপজেলার খাসিয়ামারা নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমদ। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শুক্রবার দিনব্যাপী দুপুরে উপজেলার খাসিয়ামারা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ওই তিন ব্যক্তিকে ৩০০০০০/-(তিন লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান কর হয়। বালু ব্যবসায়ী আঞ্জব আলীকে ২০০০০০/-(২ লক্ষ টাকা),আলী ফরিদকে ৫০০০০/-(পঞ্চাশ হাজার টাকা),লুৎফর রহমান কে ৫০০০০/-(পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হয়।অবৈধ ড্রেজার মেশিন ও নৌকা জব্দ করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন জনস্বার্থে অভিযান চলমান থাকবে।

    আরও খবর

    সিলেট পাঠানটুলা বাইপাস সড়কে রাস্তার উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ এলাকা বাসীর

    ধনপুর ইউপি চেয়ারম্যানের কর্তৃক মহিলা সদস্যর শ্লীলতাহানির চেষ্টা! নেপথ্যে চাল ওজনে কম দেয়ার প্রতিবাদ করা, থানায় অভিযোগ দায়ের

    ২০০০ কোটি টাকা লুট: পিকে হালদার সিন্ডিকেটের বিরুদ্ধে ৩০ মামলা প্রস্তুত, আসামির তালিকায় ৭৫জনের নাম

    মধ্যরাতে সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতনঃ সেই ডিসি সুলতানা পারভীনের ২বছরের বেতন স্থগিত!

    তাহিরপুরে অসহায় পরিবারক লীজকৃত জায়গা থেকে উচ্ছেদ, নির্যাতনের অভিযোগ ইউপি ইউপি সদস্যর বিরুদ্ধে!

    নীলাম নাটক বন্ধ করে ধোপাজানের সিন্ডিকেটচক্রকে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন সুনামগঞ্জের ব্যবসায়ীরা

    Sponsered content