প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২১ , ৩:১৬:০৪ অনলাইন সংস্করণ
এম এ মোতালিব ভুঁইয়া: অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় তিন’জনকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অবৈধ ড্রেজার মেশিন ও নৌকা জব্দ করা হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর ) দিনব্যাপী উপজেলার খাসিয়ামারা নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমদ। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শুক্রবার দিনব্যাপী দুপুরে উপজেলার খাসিয়ামারা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ওই তিন ব্যক্তিকে ৩০০০০০/-(তিন লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান কর হয়। বালু ব্যবসায়ী আঞ্জব আলীকে ২০০০০০/-(২ লক্ষ টাকা),আলী ফরিদকে ৫০০০০/-(পঞ্চাশ হাজার টাকা),লুৎফর রহমান কে ৫০০০০/-(পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হয়।অবৈধ ড্রেজার মেশিন ও নৌকা জব্দ করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন জনস্বার্থে অভিযান চলমান থাকবে।