প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২১ , ২:৪১:৪২ অনলাইন সংস্করণ
হামাসের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরাইল। ইহুদিবাদী দেশটি আরও দাবি করেছে, হামাসের রকেট হামলার প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হয়েছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর মুখপাত্র জানান, রকেট তৈরির স্থান, সুড়ঙ্গ পথ, এবং একাধিক অস্ত্র সংরক্ষণের জায়গাকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।
এর আগে শুক্র ও শনিবার কয়েক দফায় গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সম্প্রতি ইসরাইলি হাই সিকিউরিটি কারাগার থেকে ৬ ফিলিস্তিনি বন্দি পালিয়ে যায়। এরপরই দুই দিন উভয়পক্ষ সংঘাতে জড়ালো।