প্রতিনিধি ১৯ আগস্ট ২০২১ , ৩:৩৪:২৫ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার থেকে দেশের সকল পর্যটন কেন্দ্র খোলে দেয়ার অনুমতি দিয়েছে সরকার। তবে সরকারি নির্দেশনা না পাওয়ায় খুলছে না হবিগঞ্জের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাতছড়ি জাতীয় উদ্যোন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি জানিয়েছেন সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি ১৯ আগস্ট থেকে দেশের সকল পর্যটন স্পট খুলে দেয়া হচ্ছে। যে কারণে আমরাও দর্শনার্থীদের জন্য উদ্যান উন্মোক্ত করে দেয়ার প্রস্তুতি নিয়েছি। উদ্যানের চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এছাড়া দর্শনার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে ঘুরাফেরা করতে পারেন এরজন্য উদ্যানের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও হাতধুয়ার ভ্যবস্থা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত উদ্যান খুলে দেয়ার কোন চিঠি পাইনি। এমনকি আমি বিভাগীয় কর্মকর্তার সাথে কথা বলেছি তিনিও জানিয়েছেন কোন চিঠি আসেনি।
তিনি বলেন, যেহেতু আমাদের কাছে কোন চিঠি আসেনি, সেহেতু আমরা উদ্যান দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দিচ্ছি না। যদি চিঠি পাই তাহলে সাথে সাথে খুলে দেয়া হবে। এর আগে গত গত বছরের ১৯ মার্চ থেকে ১ নভেম্বর এবং চলতি বছরের ১ এপ্রিল ২য় দফায় সাতছড়ি জাতীয় উদ্যান বন্ধ ঘোষনা করা হয়। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২০০৫ সালে ৬শ একর পাহাড়ি জমিতে সাতছড়ি জাতীয় উদ্যান গড়ে তোলা হয়। সিলেট বিভাগের এটি অন্যতম একটি ভ্রমণের স্থান হিসেবে পরিচিত। এই উদ্যানে প্রায় ২০০ প্রজাতির পাখি, ৪২ প্রজাতির সরীসৃপ ও স্তন্যপায়ী এবং ছয় প্রজাতির উভচর রয়েছে। এছাড়াও আছে লজ্জাবতী বানর, উল্লুক, চশমা হনুমান, কুলুবানর, মেছোবাঘ, মায়া হরিণসহ নানা প্রজাতির প্রাণী। এগুলো দেখতে ও সবুজ প্রকৃতির টানে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করেন এই উদ্যানে।