• ফিচার

    স্ব – পরিবারে বঙ্গবন্ধু হত্যাঃ এমন কালরাত চায়নি ইতিহাস

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২১ , ১০:৪৭:৫১ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুলঃ ভূ-বিন্যাস আর অপূর্ব প্রাকৃতিক বৈচিত্র-ই ভারতীয় উপমহাদেশের মানুষকে শত শতাব্দী ধরে অতিথিপরায়ণ, বিশ্বাসী, শান্তি ও সম্প্রীতিপ্রিয় বৈশিষ্ট্য দিয়েছে। তবে দুশ বছর ধরে বহিরাগত সাম্রাজ্যবাদী শক্তির ‘আঁচরে’ সেই বৈশিষ্ট্যে খানিকটা বিকৃত ঘটালেও শান্তি-সম্প্রীতির বন্ধনে জড়ানোর চেষ্টা চলেছে দশকের পর দশক।

    ব্রিটিশ থেকে ভারতভাগ, এরপর বাংলাদেশ- ইতিহাসের এই অভিযাত্রার পথরেখায় সরবে-নীরবে পদচিহ্ন রেখে গেছেন অসাধারণ এক বাঙালি। যিনি ধর্ম-বর্ণ, মত-পথ একাকার করে হাজার বছরের অসাম্প্রদায়িক বোধের উদারতাবাদী এক দর্শন হাজির করেছিলেন জাতির সামনে। উপমহাদেশের অহিংস আন্দোলনের পথিকৃৎ মহাত্মা গান্ধীর চেয়েও তিনি ছিলেন পরিশুদ্ধ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।

    বাঙলার রাজনীতির সেই কালজয়ী ব্যক্তিত্ব, স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বাধীনতার মাত্র চার বছরের মাথায় পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতে সপরিবারে হত্যা করা হয়। সেই কালরাতের মধ্য দিয়েই উল্টো দিকে ঘুরে যায় বাঙলার স্বাধিকার, স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের গোটা ইতিহাসের সৌন্দর্য। উপমহাদেশের সবুজ-সমতল ভূ-খণ্ডের রাজনীতির শরীরে ঢুকে পড়ে হিংসা, দ্বেষ আর অবিশ্বাসের ভয়াবহ এক ভাইরাস।

    সেই থেকেই বাংলাদেশের রাজনীতির রক্তাক্ত ইতিহাসের শুরু। গেল কয়েক শতাব্দী ধরে ভেতর-বাইরে শত্রুর আক্রমণ, ঔপনিবেশিক নিপীড়ন আর বিশ্বাসঘাতকতার কারণে বাঙালির সামাজিক মনস্তত্ত্বে বেড়ে ওঠা বিকৃতির চারায় শুরু হয় আবারো জল সেচন। যে চারা থেকে জন্ম নেয়া প্রতিহিংসা আর অসহিষ্ণুতা আজও রাজনীতিকে ক্ষতবিক্ষত করে চলেছে। জাতির পিতার অসাম্প্রদায়িক বোধের উদারতাবাদী দর্শনও আজ ছিন্নভিন্ন।

    বাহাত্তরের সংবিধানকে দশকের পর দশক ধরে উপেক্ষা করতে করতে আজ বঙ্গবন্ধুর দর্শন হয়ে পড়েছে লালসালুতে মোড়া মলাটবন্দী পুস্তক। মুর্খ, স্বার্থপর, লোভী, করপোরেট ব্যবসায়ী, কুসংস্কারাচ্ছন্ন আর ধর্মান্ধদের হাত ধরে রাজনীতি এখন শোষকের প্রধান অস্ত্র। শোষিত, অবহেলিতদের কাছে রাজনীতি এখন ভয়াবহ আতঙ্কের নাম। অসাম্প্রদায়িক বোধের সৌন্দর্য হারিয়ে বঙ্গবন্ধুর রেখে যাওয়া রাজনীতি এখন অনেকটাই ‘ডানপন্থি’মগজধারীদের নিয়ন্ত্রণে।

    বস্তুগত সম্পদে-অর্থে সমৃদ্ধির পথে হাঁটা অপূর্ব মানবিক বিপ্লবের ভূ-খণ্ডের বাংলাদেশ এখন সামাজিক, মানবিক, নৈতিক অবক্ষয়ে ভেঙে নুয়ে পড়া বিষণ্ণ জননী। জাতির পিতার চলে যাওয়ার সেই কালরাত তাই আজও কাঁদায়, প্রতিমুহূর্তে প্রশ্নবিদ্ধ করে। রাজনীতির সৌন্দর্য হারানোর বেদনায় প্রতিবছর এইদিনে আমরা দীর্ঘশ্বাস ফেলি। এমন রাত কখনই যে চায়নি উপমহাদেশের রাজনীতির বিপ্লবের ইতিহাস।

    সংগৃহীত ফিচার

    আরও খবর

    Sponsered content