• দিবস উদযাপন

    সুনামগঞ্জে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ১ম প্রতিষ্টা বার্ষিকী পালিত

      প্রতিনিধি ৩১ আগস্ট ২০২১ , ৩:০৩:৩৬ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুলঃ বাংলাদেশ যুব অধিকার পরিষদের ১ম প্রতিষ্টা বার্ষিকী (৩১আগষ্ট) উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগারে সকাল ১১ ঘটিকায় সময় আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
    বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক হান্নান আকাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কেন্দ্রীয় নেতা জুনু রঞ্জন দাস।
    বিশেষ সহযোগিতা ও প্রচারণায় সুনামগঞ্জ জেলা সহ সমন্বয়ক আসাদুজ্জামান সজিব ও সদস্য সাব্বির আহমেদ খোকন প্রমুখ।
    সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের অংশ গ্রহণে বর্ণিল আয়োজনে বাংলাদেশের সারা জাগানো ঢাবির সাবেক ভিপি নুরুল হক নুরুর সহ প্রগতিশীল ছাত্রদের মাধ্যমে প্রতিষ্ঠিত ছাত্র অধিকার আন্দোলন থেকে যুব অধিকার পরিষদের আত্মপ্রকাশ স্মরণ অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র ও যুবল উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে বক্তারা বলেন একটা জাতির মেরুদণ্ড ছাত্র ও যুব সমাজ। তারা যদি সুশিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে পরিচালিত না হয় তাহলে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে জনকল্যাণমুখী সরকার গঠন এবং পরিচালনা করা সম্ভবপর হবে না। এজন্য ছাত্র ও যুব সমাজের অধিকার আদায় ও দেশিয় কৃষ্টি কালচার লালন, আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আপোষহীন ভূমিকায় ইতিমধ্যে বাংলাদেশের জনসাধারণের আস্থা অর্জন করেছে।
    বাংলাদেশ যুব অধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা আপোষহীন ভাবে অধিকার আদায়ে দুর্বার গতিতে আন্দোলন চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।

    আরও খবর

    Sponsered content