প্রচ্ছদ » আইন আদালত/সাজা » সুনামগঞ্জে ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামি কবির হোসেনকে জেল হাজতে প্রেরণ
সুনামগঞ্জে ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামি কবির হোসেনকে জেল হাজতে প্রেরণ
প্রতিনিধি
২৪ আগস্ট ২০২১ , ৭:৫৭:০৮
অনলাইন
সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হুরুয়ারকান্দা গ্রামের সন্ত্রাসী বাহিনীর প্রধান আসামি কবির হোসেন(৫২)পিতাঃশুক্কুর আলী কে জেল হাজতে প্রেরণ করেন সুনামগঞ্জ সদর কোর্টের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট কুদরত ই ইলাহি। উল্লেখ গত ২৩ মে ২০২১ সুনামগঞ্জের প্রথম শ্রেণীর ঠিকাদার বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ আনোয়ারুল হক আনোয়ারের উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামি হিসেবে কবির হোসেনসহ ৬(ছয়)জনকে আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে ২৪ মে রাত আনুমানিক ১২ ঘটিকায় সিলেট থেকে ২নং আসামিকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই শরিফুল ইসলাম। সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা নং ১৪৯/২১ এ বর্নীত আছে অক্ষয়নগর মৌজার উপর অবস্থিত জমিতে ১ নং আসামি কবির হোসেন অবৈধভাবে ড্রেজার মেশিন চালিয়ে জমির চারপাশে পলিথিন দিয়ে ভিট উঁচু করে। এর ফলে আনোয়ারুল হকের ৭২ বিঘা ফসলি জমি চাষ এর অনুপযোগি হয়ে পড়ে। এই জমির চারপাশে পলিথিন দিয়ে ভিট উঁচু না করার জন্য ব্যবসায়ী আনোয়ারুল হকের পিতা সহকারী কমিশনার (ভুমি) সহ বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের কারনে কবির হোসেন রাগান্বিত হয়ে ২৩মে ২০২১ তারিখ শনিবার রাত আনুমানিক ১০ঃ৩০ ঘটিকার সময় আনোয়ারুল হক নিজ মোটরসাইকেল চালিয়ে এল,জি,ই,ডি ভবন থেকে বাসায় আসার সময় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত করেন কবির হোসেনের সন্ত্রাসী বাহিনী। পরে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাস্পাতালের ভর্তি করে চিকিৎসা চালিয়ে যান। ৬ জনকে আসামি করে মামলা বিজ্ঞ আদালতে প্রেরন করেন সুনামগঞ্জ সদর মডেল থানা। পরে সদর থানা তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তদন্ত অফিসার আদালতে তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন। ২৪ আগস্ট ২০২১ তারিখ ১ নং আসামি কবির হোসেন সুনামগঞ্জ সদর কোর্টে হাজিরা দেওয়ার জন্য গেলে সুনামগঞ্জ সদর কোর্টের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট কুদরত ই ইলাহি কবির হোসেনকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেন।
আরও খবর
Sponsered content