• সংগঠন সংবাদ

    সুনামগঞ্জের দিরাইয়ে স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

      প্রতিনিধি ১৯ আগস্ট ২০২১ , ৯:৫০:৫৪ অনলাইন সংস্করণ

    দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

    দিরাই থানা রোডস্থ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে ১৯ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় কেন্দ্রীয় কর্মসূচির
    অংশ হিসেবে আলোচনা সভা-কেক কাটা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সজিব রশিদ চৌধুরীর সভাপতিত্ত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব মিয়ার পরিচালনায় আলোচনা সভা- দোয়া মাহফিল-কেক কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী,উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক,পৌর বিএনপির প্রচার সম্পাদক শামসুল আলম সুভাষ,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জায়েদ চৌধুরী, রফিকুল হক টিপু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সুমন উদ্দিন, বদরুজ্জামান বদরুল,
    পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জাকারিয়া হোসেন,মশিউর রহমান,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানবীর চৌধুরী,দিদার রহমান প্রমুখ।
    সভায় দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা এমদাদুল হক।

    আরও খবর

    Sponsered content