• গ্রেফতার/আটক

    সুনামগঞ্জের আন্তজেলা ডাকাত সর্দার ইদ্রিস গ্রেফতার

      প্রতিনিধি ২৯ আগস্ট ২০২১ , ৬:২৬:৪২ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। সিলেটের দক্ষিণ সুরমা থেকে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় কদমতলীস্থ ফেরীঘাট থেকে ছাতক থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত ইদ্রিস আলী (৩৫) সুনামগঞ্জের ছাতক উপজেলার চলিতার বাগ গ্রামের রোয়াব আলীর ছেলে। সূত্র জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক হাবিবুর রহমান পিপিএম-এর নেতৃত্বে এবং সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান ও সুমন চন্দ্র গোপসহ একদল পুলিশ দক্ষিণ সুরমার কদমতলীস্থ ধরিয়াশাহ মাজার সংলগ্ন ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ডাকাত ইদ্রিস আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র-ডাকাতিসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    আরও খবর

    Sponsered content