মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধিঃ ২৪ আগষ্ট আনুমানিক ২১:১৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক রমিজ আহমদ এর নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ আতিকুর রহমান, এএসআই গোলাম কিবরিয়া, ফরিদ উদ্দিন, তাওয়াবুর রহমান, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, জিবেন্দ্র চন্দ্র দাস-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন জেল রোড পয়েন্ট করিম মেডিসিন সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মো. খোকন মিয়া (৪০), পিতা- মৃত আব্দুল হামিদ, মাতা- মালেকা বেগম, সাং- বরাগিরকান্দি (আদমপুর বাজার), থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ, বর্তমানে- নূর আলম এর বাসা, মজুমদারপাড়া, শিবগঞ্জ, থানা- কোতয়ালী, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ১৫(পনের) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সিলেট কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ আশেপাশের এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে ভাসমান। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।