• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার

      প্রতিনিধি ১৭ আগস্ট ২০২১ , ১:৪১:১৪ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি: ১৬ আগষ্ট রাত অনুমান ১০:০০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব সৈয়দ মাহবুবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ আব্দুস সালাম, এসআই মো. হাসানুজ্জামান, এএসআই বিশ্বজিৎ রায়, এএসআই মোঃ ইকবাল হোসাইন, হুমায়ুন কবির, সুজিত কুমার দাস, উত্তম কুমার রায়, আব্দুর রাজ্জাক, মোঃ শহিদুল ইসলাম

    দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন মীরাবাজারস্থ জনৈক আবিদ উদ্দিন এর বসতবাড়ীর ভাড়াটিয়া ধৃত আসামী মোঃ মহরম আলীর বসতঘরের উঠানে অভিযান পরিচালন করে

    ১। মোঃ মহরম আলী (২৬), পিতা- মৃত লোকমান খান, সাং- গুচ্ছগ্রাম, ওয়াল্লেস বাজার, থানা- সদর, জেলা- চাঁদপুর, বর্তমানে- বাসা নং- ০৯, মীরাবাজার, থানা- কোতয়ালী, জেলা- সিলেট, ২। আহাদ আহমদ নাহেদ (২৯), পিতা- মৃত আব্দুল হাই, মাতা মৃত জয়নব বেগম, সাং- মন্ডলভোগ, থানা- কটিয়াদি, জেলা- কিশোরগঞ্জ, বর্তমানে- নবাবরোড, আজাদ কমিউনিটি সেন্টারের পাশে,

    সালাম মঞ্জিল, থানা- কোতয়ালী, জেলা- সিলেট নামীয় দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীদ্বয়ের হেফাজাত হতে চল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় জানায় যে, সিলেট জেলার জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে উক্ত ইয়াবা ট্যাবলেট পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ সিলেট শহরের বিভিন্ন স্থানের মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।

    উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

    আরও খবর

    Sponsered content