প্রতিনিধি ৫ আগস্ট ২০২১ , ৫:১২:৫৪ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল,বিশেষ প্রতিনিধিঃ অদ্য ৪আগষ্ট রাত অনুমান ১০:১০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব রমিজ আহমদ এর নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ আতিকুর রহমান, এসআই মোঃ আক্তারুজ্জামান পাঠান, এএসআই ১২২৩ মহিবুর রহমান, এএসআই ১৩৭ গোলাম কিবরিয়া, কনস্টেবল ২৫৬ ফরিদ উদ্দিন, কনস্টেবল ২৫৯ তাওয়াবুর রহমান, কনস্টেবল ১৩২২ হাবিবুর রহমান, কনস্টেবল ১২৯৯ আনোয়ার হোসেন-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি দক্ষিণ সুরমা থানাধীন ভার্তখলা মসজিদ মার্কেট মেসার্স দীপা মেডিকেল হল সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ রবিউল (৩৮), পিতা- আখাই মিয়া, মাতা- আমেনা বেগম, সাং- সাদুরবাজার রেল কলোনী, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে আনুমানিক ২০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত গাজা সিলেট কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।