• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    সিলেটে চোলাইমদ সহ ১ মহিলা মাদক ব্যবসায়ি গ্রেফতার

      প্রতিনিধি ২৮ আগস্ট ২০২১ , ৮:১৯:০২ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ এক মহিলাকে আটক করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় ২৮ আগষ্ট মোঃ মফিজ উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট ও এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব খান মুহাম্মদ মাইনুল জাকির দ্বয়ের দিক নির্দেশনায় এসআই মোঃ আব্দুল আজিজ-ইনচার্জ কালাগুল পুলিশ ক্যাম্প সঙ্গীয় ফোর্সসহ ২৮ আগষ্ট ১৭.০৫ ঘটিকার সময় এয়ারপোর্ট থানাধীন সিলেট বড়শালা, বাইপাস পাকা সড়কের উপর হতে ধৃত আসামী কাঞ্চন রবিদাস @ ছানুমতি (৩৫), স্বামী-মৃত ভীরু রবিদাস, বর্তমান স্বামী-নুনু রবিদাস, সাং-লালাবাজার (বাজারের দক্ষিণ পার্শ্বে বাড়ি), থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট এর নিকট হতে তল্লাশী করে ০১ টি সাদা প্লাষ্টির বস্তায় মোড়ানো পলিব্যাগের ভিতরে মোট ২০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ, সর্বমোট বাজার মূল্য ৪০০০ টাকা প্রাপ্ত হয়ে নারী চৈতী রানী তালুকদার এর সহায়তায় উদ্ধার পূর্বক ২৮ আগষ্ট ১৭.০৫ ঘটিকার সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক এসআই মোঃ আব্দুল আজিজ জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে থানায় হাজির হয়ে জব্দকৃত আলামত সহ আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন। বাদীর এজাহারের প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার মামলা নং-৪২, তাং-২৮/০৮/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২২(খ) রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

    আরও খবর

    Sponsered content