• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ি শামীম গ্রেফতার

      প্রতিনিধি ৬ আগস্ট ২০২১ , ৬:২০:৪১ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধিঃ অদ্য ৬ আগষ্ট রাত অনুমান ০৮:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব মোঃ শাহিন মিয়া ও দেবাশীষ সরকার দ্বয়ের নেতৃত্বে সঙ্গীয় এসআই আবু রায়হান নূর, এসআই মোঃ সাহিদুল আলম, এএসআই আব্দুস সামাদ, এএসআই ইব্রাহিম আল সুমন, এএসআই দুলাল হোসাইন, কনস্টেবল ৯৫৫ আঃ কাদির, কনস্টেবল ১০০৫ মামুন খান, কনস্টেবল ১০৮৩ মাসুদুর রহমান, কনস্টেবল ১৮৬৮ ইকবাল হোসেন, কনস্টেবল ১৫৭২ জালাল উদ্দিন- দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি দক্ষিণ সুরমা থানাধীন মেনিখলা স্কলার্সহোম স্কুলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ শামীম আহমেদ (২৫), পিতা- হারুন অর রশিদ, মাতা- পারুল বেগম, সাং- নরসিংহপুর, থানা- দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- শিববাড়ী আতিয়া মহল, ৩য় তলা, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ২২ (বাঁইশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সিলেট কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল দোকানে মজুদ করে রাখিয়া ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

    আরও খবর

    Sponsered content