প্রতিনিধি ৪ আগস্ট ২০২১ , ১২:২৮:৫৭ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী সজীব (৪০) কে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এক দল পুলিশ ৩ রা আগষ্ট রোজ মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে যৌতুক মামলায় আদালত কর্তৃক ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বুধরাইল গ্রাম নিবাসী গৌছ মিয়ার ছেলে মোঃ সজীব মিয়া (৪০) কে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেন। সে দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। তাকে আজ ৪ ঠা আগষ্ট রোজ বুধবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন