প্রতিনিধি ২৩ আগস্ট ২০২১ , ১০:২৫:০৭ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ প্রবীণ সাংবাদিক, দিরাই প্রেসক্লাবের সভাপতি, বাসস সুনামগঞ্জ প্রতিনিধি, দৈনিক সিলেটের ডাক ও ইত্তেফাকের দিরাই প্রতিনিধি,দিরাই উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদারের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও দিরাই উপজেলা আ’লীগের সাবেক সভাপতি, দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলতাব উদ্দিন মাস্টার ও দিরাই উপজেলা জাসদ সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন এক যৌথ শোক বার্তায় বলেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার মুজিব আদর্শের একনিষ্ঠ সৈনিক ও আমৃত্যু দীর্ঘদিন সাংবাদিকতার সাথে জড়িত থেকে ভাটি অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেছেন নিরলসভাবে। তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সবাইকে সমবেদনা জ্ঞাপন করছি।
প্রসঙ্গতঃ গতকাল রোববার রাত সাড়ে ১১ টার দিকে সিলেটের রাকিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার সিলেটের প্রাচীনতম দৈনিক যুগ বেরী পত্রিকাতেও দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়াও তিনি দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন, পরবর্তীতে একাধিকবার দীর্ঘদিনের সভাপতি হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন।
জনাব হাবিব দিরাই পৌর সদরের রাধা নগর গ্রামে তিনি জন্ম গ্রহন করেন, তাহার পিতার নাম আব্দুল হাসিম তালুকদার।
তিনি স্ত্রী, ২ পুত্র, ভাইবোন সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
সাংবাদিক হাবিবুর রহমান তালুকদারের আজ দুপুর ২ ঘটিকায় নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এসএমডব্লিউ আই/২৩-২০২১