মো. আব্দুল শহীদ: শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ফতেপুর গ্রামে সরকারি জলাশয় ভূমি জবর দখলের পায়তারা, অবৈধ দখলকারীর হামলায় ৬ মৎস্যজিবী গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার বাদ জুম্মা ফতেপুর গ্রামের জলাশয় সংলগ্ন রাস্তার পাশে ঘটনাটি ঘটে। গুরুত্বর আহত ৩ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আহতরা হলো, মৎস্যজিবী আব্দুল বাছিত (৩০), শাহজাহান মিয়া (২৭), আবদাল মিয়া (২৫), বীর মুক্তিযোদ্ধার সন্তান মনোজ দাস (৩২), সাইফুল ইসলাম (২২), শান্তি দাস (২৫)। অভিযোগ সূত্রে জানা যায়, ফতেপুর গ্রামের ইট সলিং রাস্তা করার সময় সরকারি খাস খতিয়ান ভুক্ত ভূমি থেকে মাটি খেটে রাস্তায় ফেলার পর উভয় পাশে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়ে প্রায় জলাশয়ে পরিনত হয়। বর্ষা মাসে গ্রামের মৎস্যজিবীরা বাশঁ-কাটা লাগিয়ে সোখনো মৌসুমে সেচ পাম্প দ্বারা সেচ দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ঐ জলাশয়ের পানি দিয়ে কয়েকশত হেক্টর বোরো জমি আবাদ হয় এবং আশপাশের গ্রামের লোকজন নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার সহ গৃহ পালিত পশুদের গোসল করানো হয়। কিন্তু ইদানিং গ্রামের প্রভাবশালী পরিবারের সদস্য ইকবাল হোসেন, আলাউদ্দীন, ফকর উদ্দীন গংরা সরকারি ভূমি নিজেস্ব সম্পত্তি বলে দাবী করে দখলের চেষ্টা করছে। আহত মনোজ দাস বলেন, আমরা গ্রামের কয়েকজন মৎস্যজীবি মিলে জলাশয়ে বাশঁ-কাটা লাগিয়েছি। কিন্তু গ্রামের প্রভাবশালী জামিল মিয়া, ইকবাল মিয়া, ইসলাম উদ্দীন, আলাউদ্দীন, তাজ উদ্দীন, সিরাজুল ইসলাম, নিজাম উদ্দীন, জহুর মিয়া গংরা দেশীয় অস্ত্র রামদা,সুলফি ও চাপাতি দ্বারা আমাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে। এ ব্যাপারে প্রতিপক্ষ জামিল মিয়ার মোবাইল ফোনে কল করে উত্তর পাওয়া যায়নি, তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।