• সংঘর্ষ

    শান্তিগঞ্জের সুলতানপুরে জমি নিয়ে বিরোধঃ প্রতিপক্ষের হামলায় ৩

      প্রতিনিধি ১১ আগস্ট ২০২১ , ২:৫০:০১ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুলঃ সুনামগঞ্জের সুলতানপুরে জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া বাজার সংলগ্ন সুলতানপুর গ্রামে ঘটনাটি ঘটে। আহতরা হলেন, সইদুর রহমান (৬০) ছেলে রাসেল মিয়া (৩৩) স্ত্রী। গুরুত্বর আহত ৩ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    হামলার ঘটনায় উভয় পক্ষের ৪ জনকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন, রুস্তম আলী, হারিছ মিয়া, মোস্তফা মিয়া, বিশ্বিবিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম মিয়া।

    অভিযোগ সূত্রে জানা যায়, জায়গার রের্কডিয় মালিক সইদুর রহমানের পৈত্তিক ভূমি থেকে প্রতিপক্ষ রুস্তম আলী, হারিছ মিয়া, মোস্তফা মিয়া, সাইফুল মোল্লুক, তালেব মিয়া, এনামুল হক, নিয়ামত আলী গংরা জোর পূর্বক গাছ কর্তন করার সময় সইদুর রহমান সহ তার পরিবারের লোকজন নিষেধ করলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র রামদা, লাটি দ্বারা হামলা চালিয়ে রক্তাক্ত ও জখম করেছে।

    এ বিষয়ে আহত রাসেল মিয়া বলেন, আমার বসত বাড়ি সংলগ্ন রাস্তার পাশে ১৫ শতাংশ ভূমি বিক্রী করবে বলে উপস্থিত গন্যমান্য ব্যক্তি বর্গের সম্মুখে মৌখিক বায়না বাবদ নগদ ৩ লক্ষ ২০ হাজার টাকা প্রতিপক্ষ গংরা নেয়। কিন্তু টাকা নেওয়ার পর ভূমি রেজিষ্ট্রি করে দেই দিচ্ছি বলে প্রায় এক বছর সময় ক্ষেপণ করে আমার ভূমি থেকে প্রায়ই বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছ কর্তন করে অন্য জায়গায় নিয়ে বিক্রী করে। ভূমি রেজিষ্ট্রি করে দেওয়ার কথা বল্লেই আমাদের উপর হামলা করে। সইদুর রহমান বলেন, ঘটনার দিন আমার ছেলে ইব্রাহিম সিলেট বিশ্ববিদ্যালয়ে ছিল। ঘটনার খবর পেয়ে বাড়ি আসার পথে আমার ছেলে ইব্রাহিমকে আটক করেছে থানা পুলিশ। পরের দিন বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করে।

    আরও খবর

    Sponsered content