প্রতিনিধি ৪ আগস্ট ২০২১ , ৮:৪২:৪৩ অনলাইন সংস্করণ
মোহাম্মদ হারুন মিয়া , লন্ডন থেকেঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাজ্যের লন্ডনে ভাটি বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা দৌড় ও লঙ্গী দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে দিরাই উপজেলা টিম ।
দিরাই উপজেলা টিমের নজোয়ানদের বিজয়ে লন্ডনের সর্বত্র আলোচনার শীর্ষে দিরাই উপজেলা টিম ।
গত ১লা আগষ্ট রবিবার লন্ডন ফরেষ্ট রোড়ের ফেয়ার ওটারে বাংলাদেশের ৫০বছর পূর্তি উপলক্ষে গঠিত ফিফটি এক্টিভ ক্লাব ইউকের আয়োজনে বাঙ্গালী কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক নর-নারী ও ছোট ছোট ছেলে-মেয়েদের উপস্হিতি ছিল লক্ষ্যনীয় ।
দিনব্যাপী আয়োজীত ইভেন্টে সিলেট বিভাগের ১১টি টিম অংশ গ্রহন করে ।
ভাটি বাংলার ঐতিহ্যবাহী নৌকা দৌড় ও লঙ্গী দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রশী টান প্রতিযোগিতায় রানাস আপ হয়ে দিরাই উপজেলা টিম গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে ।
লঙ্গী দৌড় প্রতিযোগিতায় দিরাই উপজেলা টিমের পক্ষে সবচেয়ে কমবয়েসী ফাহিম মিয়া সবাইকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয় ।
ফাহিম মিয়া তাড়ল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকিকুর রেজা পুলিশ এর বাতিজা যুক্তরাজ্য প্রবাসী দিরাই উপজেলা টিম ম্যানাজার শাহীন মিয়ার পুত্র ।
দিনব্যাপী ইভেন্টে দিরাই উপজেলা টিম ম্যানজার শাহীন মিয়া ও টিম ক্যাপটেন আনোয়ার হক ফিরোজ এর অক্লান্ত পরিশ্রম ও দক্ষতায় দিরাই উপজেলা টিমের বিজয় নিশ্চিত হয় ।
আরো যারা সহযোগীতায় ছিলেন :- শাহীন মিয়া , ফখর , জিলাল , ফাহিম , আনোয়ার হক ফিরোজ , আবলোছোর রহমান আকাশ , আলী রাজা , মামুন , তোফাজ্জল , ফয়সল আহমেদ ,
বিপ্লব সরদার , হুমায়ুন চৌধুরী , পাশা মিয়া ,
আজিজুর রহমান লিটন , আজমল হোসেন চৌধুরী জাবেদ , নিয়াজুল হক , রুহুল আমীন চৌধুরী , হীরা মিয়া তালুকদার , সেলিম আহমেদ ,
জাকির সরদার , শাহ কামাল , মনোয়ার হোসাইন , শাহাজান তালুকদার , আতিকুর রহমান রুবেল , বুলবুল চৌধুরী , জাবেদ সরদার , শাহীনূর , আল-মুহাইয়ুন সাকী প্রমুখ ।