• আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের সেনাদের নিয়ন্ত্রণে থাকা কাবুল বিমানবন্দরে গুলিতে নিহত ৫

      প্রতিনিধি ১৬ আগস্ট ২০২১ , ৯:০৪:১৪ অনলাইন সংস্করণ

    কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্যাসেঞ্জার টার্মিনালে শতশত দেশ ত্যাগী মানুষের ভীড়- ছবি সংগৃহীত

    আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) বিমানবন্দরটির প্যাসেঞ্জার টার্মিনালে গুলিতে এই নিহতের ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আফগান রাজধানী ছেড়ে যাওয়া বিমানগুলোতে শত শত মানুষ জোর করে প্রবেশের সময় তারা নিহত হন।

    যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কাবুল বিমান বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে সোমবার গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমধ্যমটি বলছে, তিনজনের রক্তাক্ত লাশ মাটিতে পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা উল্লেখ করা হয়নি ওই সংবাদে।

    যুক্তরাষ্ট্রের সেনারা বর্তমানে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ করছে। সোমবার যুক্তরাষ্ট্রের সেনারা এই বিমানবন্দরে ফাঁকা গুলি ছুড়েছে বলে জানান দেশটির এক কর্মকর্তা।

    তবে নিহতদের বিষয়ে কোনো কর্মকর্তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া পায়নি রয়টার্স।

    দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। তালেবান দেশটির ৩৪টির মধ্যে অধিকাংশ প্রদেশের রাজধানীর দখলে নিয়েছে। সর্বশেষ কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট প্যালেসও দখলে নেয় গোষ্ঠীটি। এখন তারা দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে।

    আরও খবর

    Sponsered content