প্রতিনিধি ২৮ আগস্ট ২০২১ , ১১:১৫:৩২ অনলাইন সংস্করণ
আকতার সাদিক, দিরাই-সুনামগন্জঃ ‘বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি ‘ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপনের লক্ষ্যে দিরাইয়ের স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট শনিবার বেলা ১১টায় দিরাই উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দিরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন সূত্রধর। সাংবাদিকদের মধ্য থেকে সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর দিরাই-শাল্লা প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, সাংবাদিক শামসুল ইসলাম সরদার খেজুর।
সভায় বেকারত্ব দূর করতে বেশি বেশি মাছ চাষে যুবদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমান সময়ে বেকার যুবদের জন্য মাছ চাষ, সফল হওয়ার একটি সহজ পন্হা, দেশে মাছ চাষ করে সফল হওয়ার ঘটনা নতুন কিছু নয়। তাই মাছ চাষ উপযুগি জায়গা গুলোকে কাজে লাগিয়ে বেকার যুবদের মাছ চাষ করে সফলতা লাভ করার এখনই সময়। পাশাপাশি দেশীয় মাছের বিলুপ্তি প্রসঙ্গ তুলে তিনি বিভিন্ন হাওরে যাতে অবৈধ জাল পেতে পোনা নিধন না হয় সে ব্যাপারে সাংবাদিকদের সতর্ক থাকার উদাত্ত আহবান জানান।