• গ্রেফতার/আটক

    মৌলভীবাজারে প্রতারণা মামলায় মোয়াজ্জেম গ্রেফতার

      প্রতিনিধি ২১ আগস্ট ২০২১ , ৬:১০:৫১ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি।ভালো বেতনের চাকরিতে কানাডা সহ বিভিন্ন দেশে লোক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের মুল হোতা মোয়াজ্জেম হোসেন কে গ্রেফতার করা হয়েছে।

    ২০ আগস্ট শুক্রবার রাতে পৌর শহরের চুবড়া এলাকা থেকে মৌলভীবাজার মডেল থানার পুলিশের অভিযানে এ প্রতারক কে গ্রেফতার করা হয়।

    ভুক্তভোগী জোবায়ের, মুস্তাকিম ও সজল আহমদের বর্ণনা থেকে জানা যায়, কানাডা পাঠানোর ভিসা দেয়ার নামে জামানত বাবত নিজের নামীয় চেক ও চুক্তি সম্পাদন করে তাদের কাছ থেকে প্রায় ২২ লক্ষ টাকা নিয়ে ভিসা না দিয়ে প্রতারক ভিসা কিংবা টাকা ফেরত না দিয়ে আত্নসাত করার পায়তারা করছে। এর প্রেক্ষিতে ভুক্তভোগী জুবায়ের আহমদ বাদী হয়ে ১২.০৮.২১খ্রিস্টাব্দ তারিখে মৌলভীবাজার মডেল থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। থানার মামলা নং ২৯।

    আটকৃত মোয়াজ্জেম হোসেন চৌধুরী (২৮), শহরের দক্ষিণ কলিমাবাদ এলাকার আকমল হোসেনের ছেলে।

    সূত্রমতে জানা যায়, মোয়াজ্জেম হোসেন চৌধুরী নিজেকে মানবাধিকার ও সংবাদকর্মী পরিচয় দিয়ে আসছিল।

    মৌলভীবাজার মডেল থানার এস. আই মাজহারুল ইসলাম জানান, বাদীর অভিযোগের ভিত্তিত্তে প্রাথমিক তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেলে তাকে আটক করা হয়।

    আরও খবর

    Sponsered content