প্রতিনিধি ২২ আগস্ট ২০২১ , ১:৫৫:৪৮ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল,বিশেষ প্রতিনিধি।মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা সহ ১জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি সুন্দর আলী (২৯) শ্রীমঙ্গ ল সাতগাঁও এলাকার মৃত খোরশেদ আলীর ছেলে।
জেলা গোয়েন্দা সূত্রে জানাযায়, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর পরিচালনায় সঙ্গীয় অফিসার এএসআই রকি বড়ুয়া, এসআই আজিজুর রহমান নাঈম তৎ সঙ্গীয় অফিসার ফোর্সসহ (২১ আগষ্ট) রাতে মৌলভীবাজার শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ সুন্দর আলী (২৯)কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জেলা গুয়েন্দা শাখার এসআই মোঃ মাসুক মিয়া, বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়ে অভিযান পরিচালনা করে, তাকে ১০ কেজি গাঁজা সহ আটক করতে সক্ষম হই।
এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন,
মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।