প্রতিনিধি ২৯ আগস্ট ২০২১ , ৭:৩১:০৩ অনলাইন সংস্করণ
মার্কিন সামরিক যান ‘হামভি’ হলো চার চাকার হালকা সামরিক ট্রাক। এ সামরিক যানগুলো যুক্তরাষ্ট্রের সেনারা ব্যবহার করত। ওই ভিডিওতে দেখা গেছে মার্কিন সামরিক যানগুলো মাঠের মধ্যে আছে। আর কয়েকজন তালেবান যোদ্ধা ওই গাড়িতে বসে ছবি তুলছে। ওই ভিডিওতেই দেখা গেছে আরো কয়েকজন তালেবান সদস্য ওই সামরিক যানগুলোর দিকে তাকিয়ে আছে।
ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে যে তালেবান যোদ্ধারা এখন মার্কিন সামরিক যান চালাচ্ছে। ওই ভিডিওতে আরো বলা হয়েছে যে তালেবানরা মার্কিন অস্ত্র ও সরঞ্জাম দখল করেছে। এ মার্কিন অস্ত্র ও সরঞ্জামগুলোকে বিশ্বসেরা বলে মনে করা হয়। মার্কিন অস্ত্র ও সরঞ্জাম দখলের এমন ঘটনা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না।
ওই টুইটার অ্যাকাউন্টের আরেক ভিডিওতে দেখা যায় যে মার্কিন হেলিকপ্টারে করে বাগরাম সামরিক ঘাঁটি পরিদর্শন করছেন তালেবান নেতারা। ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে যে বাগরাম এক সময় মার্কিন বাহিনীর বিশাল সামরিক ঘাঁটি ছিল। ওই ঘাঁটিতে তালেবান নেতাদের আটকে রাখা হতো।
সূত্র : জিও নিউজ