• আহত / নিহত

    মধ্যনগরের হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

      প্রতিনিধি ২৪ আগস্ট ২০২১ , ৭:৪৫:১৭ অনলাইন সংস্করণ

    বজ্রপাতে নিহত দুই জনের মরদেহ

    কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে দুগনুই গ্রামের হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে আপন ২ চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
    আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রচন্ড বৃষ্টিপাতের মাঝে নৌকা দিয়ে কাইলানীর হাওরে ৩জন মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতে নৌকায় থাকা অবস্থায় ৩জনের মধ্যে ২জন পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।
    বজ্রপাতে নিখোঁজ দু’জন একই বাড়ীর আপন চাচাতো ভাই। নিহত রাকিব মিয়া( ১৬) চামারদানি ইউনিয়নের দুগনুই গ্রামের ফজল মিয়ার ছেলে ও সাইদুর মিয়া(৩০) একই বাড়ির চাচাতো ভাই মুকলিব আলীর ছেলে।
    তাদের সঙ্গে থাকা সাইদুর মিয়ার কিশোরী মেয়ে” ছোট্টমনি ” প্রাণে বেচে যায়।
    স্থানীয় সূত্রে জানা যায়,বজ্রপাতের ঘটনার খবর পাওয়ার সাথে সাথে বাড়ির লোকজন ও গ্রামবাসী মিলে হাওরের পানিতে অনেক খোঁজা খোজির পড়ে সোয়া ৬টার সময় দুইজনের মৃতদেহ হাওরে ভেসে উঠতে দেখে তারা লাশ দুটি উদ্ধার করে।
    এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।

    আরও খবর

    Sponsered content